অধীনস্থ শাখাসমুহের কার্যপরিধিঃ
ক্রমিক নং | শাখার নাম | কার্যপরিধি |
১ | সংস্থাপন শাখা | সংস্থাপন বিষয়ক, কর্মকর্তা ও ৩য় শ্রেণীর কর্মচারীদের আয়ন- ব্যয়ন হিসাব ,কর্মকর্তা ও ৩য় শ্রেণীর কর্মচারীদের প্রশাসনিক কার্যাদি, |
২ | সাধারন শাখা | হজ্বসংক্রান্ত কার্যাদি, স্বাস্থ্য বিভাগেরকাজ, মহিলা বিষয়ক, জাতীয় ও আন্তর্জাতিক দিবসসমূহ, মুক্তিযোদ্ধা সংক্রান্ত , ধর্ম বিষয়ক বিবিধ কার্যাদি। |
৩ | নেজারত শাখা | সরকারী যানবাহন , প্রটোকল দায়িত্ব , ৪র্থশ্রেণীর কর্মচারীদের আয়ন ব্যয়ন ও প্রশাসনিক কার্যাদি, সার্কিট হাউস, পর্যটন, রেজিস্ট্রেশনসহ আনুষাংগিক কার্যাদি সম্পন্ন |
৪ | ব্যবসা বাণিজ্য শাখা | সার মনিটরিং, বিভিন্ন ব্যবসায়িক লাইসেন্স এর কার্যাদি। |
৫ | ট্রেজারী শাখা | বিভিন্ন জাতের জুডিশিয়াল ও নন জুডিশিয়াল সার্ভিস ষ্ট্যাম্প,রাজস্ব ষ্ট্যাম্প, সাধারণ ডাক টিকিট, স্মারক ডাক টিকিট,কোর্টফি , খাম, পোষ্ট কার্ড , ইত্যাদি। বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র সংরক্ষণ ও বিতরন। |
৬ | জেলা ত্রাণ ও পুনর্বাসন শাখা | ত্রাণ মন্ত্রণালয় অধীনসমস্ত কার্যাদিসম্পন্ন করন। |
৭ | লাইব্রেরী, ফরমস ও ষ্টেশেনারী শাখা | যাবতীয় রেজিষ্টার, ফরমসমৃহ সংরক্ষন ও সরবরাহ করন এবং জেলা প্রশাসনের বিভিন্ন বিধি/আইন সংক্রান্ত পুস্তাকাদি সংরক্ষণ, সরবরাহ সংক্রান্ত কার্যাদি। |
৮ | প্রবাসী কল্যাণ শাখা | বিদেশে অবস্থানরত বাংলাদেশী, জেলা প্রশাসনের আওতাধীন বিদেশ সম্পর্কিত যাবতীয় কাজ সম্পন্নকরণ। |
এছাড়াওঅতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এর অন্যান্য দায়িত্বাবলী নিম্নরূপ প্রদত্ত হলোঃ
(ক) জেলায় আগত ভি,আই,পি ও অন্যান্য কর্মকর্তাগণের প্রটোকল সম্পর্কিত কাজ।
(খ) কৃষি, সার,বীজ,খাদ্যশ্রম,শিল্প, ধর্ম, পরিবার পরিকল্পনা ও জনস্বাস্থ্য সম্পর্কীয়া কার্যাবলী।
((গ)অধীনস্থ শাখাসমুহ নিয়মিত পরিদর্শন করা।
(গ) নিজ দায়িত্বের অধীনে গেজেটেড কর্মকর্তাদের ভ্রমনসূচী অনুমোদন এবং ভ্রমন ভাতা বিলে প্রতিস্বাক্ষর করা।
(ঙ) অধীনস্থ কর্মকর্তাদের বার্ষিক গোপনীয় অনুবেদন প্রদান ও কর্মচারীদের বার্ষিক গোপনীয় অনুবেদনে প্রতিস্বাক্ষর করা।
(চ) প্রাকৃতিক দূর্যোগকালী অর্পিত দায়িত্ব পালন।
(ছ) বিভিন্ন জরুরী প্রয়োজনে জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার ওসরকারের নির্দেশে তদন্ত কাজ পরিচালনা করা।
(জ) জেলা উন্নয়ন সমন্বয় কাজে জেলা প্রশাসককেসহায়তা করা।
(ঞ) বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেরসভাপতি হিসেবে দায়িত্ব পালন করা।
(ট) খন্ডকালীন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট হিসেবে দায়িত্ব পালন।