Title
Inauguration of "National HPV Immunization Campaign 2024" to prevent cervical cancer in adolescents
Details
কিশোরীদের জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে "জাতীয় এইচপিভি টিকাদান ক্যাম্পেইন ২০২৪" এর উদ্বোধনী অনুষ্ঠান অদ্য ২৪.১০.২০২৪ তারিখ করিমুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়, পিরোজপুরে অনুষ্ঠিত হয়। এ সময় জেলার প্রথম টিকা গ্রহণকারী করিমুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির তানহাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এ জেলার শিক্ষা প্রতিষ্ঠানসমূহে ৫ম-৯ম শ্রেণি এবং ইপিআই নির্ধারিত টিকাদান কেন্দ্রসমূহে ১০-১৪ বছর বয়সী শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত কিশোরীদের বিনামূল্যে ০১ ডোজ এইচপিভি টিকা প্রদান
করা হবে। আগামী ১৮ দিন ব্যাপী এ টিকাদান কর্মসূচি চলমান থাকবে। চলমান ক্যাম্পেইনে এ জেলায় সর্বমোট ৫৮,৮২৮ জনকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এখন পর্যন্ত (অদ্য ২৪.১০.২৪ তারিখ দুপুর ০২.০০ ঘটিকা) এ জেলায় সর্বমোট ২৪,৯১০ জন রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন। এ ক্যাম্পেইনে টিকা গ্রহণে উদ্বুদ্ধকরণে সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রচারণামূলক কার্যক্রম চলমান রয়েছে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রেজিস্ট্রেশন বুথ স্থাপন করা হয়েছে।
টিকা গ্রহণের জন্য
www.vaxepi.gov.bd ওয়েবসাইটে জন্মসনদের তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করার জন্য অনুরোধ করা হলো।