ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত জিজ্ঞাসা
ক্রমিক নম্বর | প্রশ্ন | উত্তর |
০১. | ড্রাইভিং লাইসেন্সের আবেদন ফরম কোথায় পাওয়া যায়? | বিআরটিএ-এর অফিস থেকে অথবা যে কোনো ফরম স্টেশনারির দোকান থেকে মূল ফরমের ফটোকপি গ্রহণযোগ্য।
|
০২. | লাইসেন্স ফি কত ? | লার্নার লাইসেন্স ফি ২০০/- টাকা।
পেশাদার ড্রাইভিং লাইসেন্স ফি ১২৫০/- টাকা।
অপেশাদার ড্রাইভিং লাইসেন্স ফি ২০০০/- টাকা।
|
০৩. | ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা কখন অনুষ্ঠিত হয় ? | সাধারণত প্রতি মাসে একবার অনুষ্ঠিত হয়।
|
০৪. | কি কি কাগজপত্র লাগে? | নির্ধারিত ফরমে আবেদন, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, বয়স প্রমাণের জন্য জাতীয় পরিচয়পত্র/ এসএসসি সাটিফিকেট/ জন্মসনদ, নাগরিক সনদপত্র, রক্তের গ্রুপ পরীক্ষার কাগজ, ছবি পাসপোর্ট সাইজ ২ টি এবং স্ট্যাম্প সাইজ ৪ টি।
|
০৫. | লাইসেন্স নবায়ন ফি কত ? | পেশাদার ড্রাইভিং লাইসেন্স নবায়ন ফি ১০০০/- টাকা। অপেশাদার ড্রাইভিং লাইসেন্স নবায়ন ফি ১৭৫০/- টাকা।
|
সাধারণ শাখা
জিজ্ঞাস্য সমূহ |
---|
প্রশ্নঃ পত্রিকা প্রকাশের অনুমতি প্রাপ্তির জন্য কি করতে হবে? উত্তরঃ নির্ধারিত ফরম পূরণ করে দরখাস্ত দিতে হবে।
প্রশ্নঃ পত্রিকা প্রকাশের অনুমোদন কত দিনে পাওয়া যেতে পারে? উত্তরঃ নির্ধারিত সময়সীমা নেই। তবে৩ দিনের মধ্যে কাজ শুরু করা হবে।
প্রশ্নঃ মুক্তি্যোদ্ধা সম্মানী ভাতা পেতেকি করতে হবে? উত্তরঃ জেলা প্রশাসক বরাবর আবেদন করতে হবে।
প্রশ্নঃ ভাতা কোথা হতেউত্তোলন করতে হবে? উত্তরঃ মঞ্জুরী পেলে সংশ্লিষ্ট ইউএনও অফিস থেকে।
প্রশ্নঃ আমিএকজন মুক্তিযোদ্ধা। আমার নাম কোন তালিকায় নেই, কি করতে হবে? উত্তরঃ জেলা/উপজেলা কমিটি বরাবর দরখাস্ত করতে হবে।
প্রশ্নঃ আমিমরহুম মুক্তিযোদ্ধার স্ত্রী/সন্তান। সৎকার খরচের টাকা কিভাবে পেতে পারি? উত্তরঃ সংশ্লিষ্ট ইউএনও এর মাধ্যমে আপনার আবেদন এ অফিসে জমা দিতে হবে।
|
শিক্ষা ও কল্যাণ শাখা
জিজ্ঞাস্য সমূহ |
---|
প্রশ্ন: উপজাতীয় সনদ কিভাবে পাওয়া যায়? |
ফরমস ও স্টেশনারী শাখা
জিজ্ঞাস্য সমূহ |
---|
প্রশ্নঃ সরকারী বিভিন্ন খাতে টাকা জমা দেয়ার জন্য চালান ফরম কি এ শাখা হতে দেয়া হয়? উত্তরঃ মজুদ বিবেচনায় চালান ফরম সরবরাহ দেয়া হয়।
প্রশ্নঃ এ শাখা হতে কর্মচারীদের সার্ভিস বহি বিক্রয় করা হয় কিনা? উত্তরঃ না, বিক্রয় করা হয় না। বিজি প্রেস অথবা অন্য কোন স্থান হতে সংগ্রহ করতে পারেন।
প্রশ্নঃ আর ও আর / ডিসিআর এর নকল দেয়া হয় কিনা? উত্তরঃ না, দেয়া হয় না। সেটেলম্যান্ট রেকর্ডরুম/ রাজস্ব মহাফেজখানা হতে দেয়া হয়।
প্রশ্নঃ গেজেটেড কর্মকর্তাদের এসিআর ফরম দেয়া হয় কিনা? উত্তরঃ না, দেয়া হয় না।
|
সংস্থাপন শাখা
জিজ্ঞাস্য সমূহ |
---|
প্রশ্নঃ ৩য় শ্রেণীর কর্মচারীদের শূন্য পদের বিপরীতে লোক নিয়োগ কবে করা হবে? |
জুডিশিয়াল মুনশিখানা শাখা
জিজ্ঞাস্য সমূহ |
---|
প্রশ্নঃ মোবাইল কোর্ট কি? |
ট্রেজারি শাখা
জিজ্ঞাস্য সমূহ |
---|
প্রশ্নঃ ট্রেজারী থেকে জনগণ সরাসরি স্ট্যাম্প ক্রয় করতে পারে কি না? |
এসএ শাখা
জিজ্ঞাস্য সমূহ |
---|
প্রশ্ন: কৃষি খাস জমি বন্দোবস্ত আবেদন ফরম কোথায় পাওয়া যায়? |
জেনারেল সার্টিফিকেট শাখা
জিজ্ঞাস্য সমূহ |
---|
প্রশ্ন: সার্টিফিকেট মোকদ্দমার সুদের টাকা মওকুফ করা যাবে কি না? |
ভূমি অধিগ্রহণ শাখা
জিজ্ঞাস্য সমূহ |
---|
প্রশ্নঃ অধিগ্রহণকৃত ভূমির ক্ষতিগ্রস্ত মালিকগণ কিভাবে এবং কি কি কাগজপত্র দাখিলের মাধ্যমে ক্ষতিপূরণের অর্থ প্রাপ্ত হবেন ? উত্তরঃ ১৯৮২ সনের সম্পত্তি অধিগ্রহণ ম্যানুয়েল মোতাবেক আবেদনের সহিত নিম্নলিখিত কাগজপত্রাদি দাখিল করতে হবেঃ
(ক) সি,এস, পর্চা। (খ) এস,এ, পর্চা (আর ও আর) (গ) দলিল, ভায়াদলিল। (ঘ) নাম খারিজ। (ঙ) হাল সন পর্যন্ত খাজনার রশিদ। (চ) চেয়ারম্যান প্রদত্ত পরিচয়পত্র। (ছ) পাসপোর্ট সাইজের ছবি চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত। (জ) ১৫০/- (একশত পঞ্চাশ) টাকা মূল্যের নন জুডিশিয়াল ষ্ট্যামেন্প অঙ্গীকারনামা। (ঝ) ওয়ারিশান সদনপত্র। (ঞ) মাঠ পর্চা।
প্রশ্নঃ পুরাতন এলএ কেসের বিভিন্ন তথ্যাদি কিভাবে পাওয়া যাবে? উত্তরঃ সংশ্লিষ্ট সকলকে এ ব্যাপারে রাজস্ব মহাফেজ খানার মাধ্যমে ইনফরমেশন স্লিপ দাখিল করতে হবে।
উত্তরঃ ১৯৮২ সনের স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ম্যানুয়েল মোতাবেক নিম্নলিখিত কাগজপত্রাদি দাখিল করতে হবে- (ক) প্রত্যাশী সংস্থার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়ের ভূমি অধিগ্রহণ সংক্রান্ত প্রশাসনিক অনুমোদন পত্র। (খ) ন্যূনতম জমির প্রয়োজনীয়তা সংক্রান্ত প্রত্যয়ন পত্র। (গ) প্রস্তাবিত জমির দাগ সূচী। (ঘ) লে-আউট প্ল্যান। (ঙ) সর্বশেষ জরিপের নক্সায় প্রস্তাবিত জমির সীমানা লাল কালি দ্বারা চিহ্নিত করতে হবে। (চ) নির্ধারিত ছকে বর্ণনা। (ছ) পৌরসভার অনাপত্তি পত্র। (ঝ) প্রকল্পের জন্য আর্থিক মঞ্জুরী কিংবা বাজেট বরাদ্দ সংক্রান্ত পত্র |
রাজস্ব মহাফেজখানা শাখা
জিজ্ঞাস্য সমূহ |
---|
প্রশ্নঃ যে সকল আর ও আর এর সই মুহুরী নকল জেলা সেটেলমেন্ট রেকর্ডরুম হতে পাওয়া যায়না সেগুলি পূর্বে বিভিন্ন ভূমি অফিস হতে সংগ্রহপূর্বক মহাফেজখানা হতে সরবরারহ করা হতো- এখন সরবরাহ করা হয়না, কারণ কি? তাহলে আমারা কোথায় পাব? |
ফ্রন্ট ডেস্ক শাখা
জিজ্ঞাস্য সমূহ |
---|
প্রশ্ন: শিক্ষা ও কল্যাণ শাখা কত নম্বর কক্ষে অবস্থিত? উ: ০৮ নং কক্ষে অবস্থিত।
প্রশ্ন: উপজাতীয় সনদপত্র দেয়া হয় কোন শাখা থেকে? উ: শিক্ষা ও কল্যাণ শাখা থেকে।
প্রশ্ন: জমির পর্চার জাবেদ নকল কোন শাখা থেকে দেওয়া হয়? উ: সেটেলমেন্ট রেকর্ডরুম থেকে।
প্রশ্ন: জেলা তথ্য বাতায়নের ঠিকানা কী?
প্রশ্ন: আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেয়া হয় কোন শাখা থেকে? উ: জুডিশিয়াল মুন্সীখান শাখা থেকে?
প্রশ্ন: জেলা প্রশাসক সাধারণ জনগণের সাথে কবে দেখা করেন? উ: প্রতি সপ্তাহের বুধবার।
প্রশ্ন: কোন অভিযোগ থাকলে কোথায় জমা দিতে হবে? উ: ফ্রন্ট ডেস্ক শাখায় রক্ষিত অভিযোগ বাক্সে।
প্রশ্ন: খাস জমি বরাদ্দ পেতে হলে কোন শাখায় যোগাযোগ করতে হবে? উ: এসএ শাখায়।
প্রশ্ন: মুক্তিযোদ্ধা সংক্রান্ত কাজ কোন শাখা থেকে পরিচালিত হয়? উ: সাধারণ শাখা থেকে।
প্রশ্ন: সিনেমা হলের লাইসেন্স বাতিল করার অধিকার আছে কোন শাখার? উ: লাইসেন্স ও বিচার শাখা। |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS