Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
Organized a football tournament for 18 days with 16 teams keeping the slogan "Grow up in sports, stop drugs and play"
Details

"খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল" স্লোগানকে সামনে রেখে পিরোজপুর জেলা প্রশাসন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পিজিএইচএস এলামনাই এসোসিয়েশন এর আয়োজনে পিরোজপুর বালক উচ্চ বিদ্যালয় খেলার মাঠে ১৬ দলের সমন্বয়ে ১৮ দিন ব্যাপি একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন  করা হয়। অদ্য ২৯ নভেম্বর ২০২৪ তারিখে উক্ত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। উক্ত ফাইনাল খেলায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, পিরোজপুর ও অধ্যক্ষ, সরকারি সোহরাওয়ার্দী কলেজ এবং সরকারি মহিলা কলেজ, পিরোজপুর। উক্ত ফাইনাল ফুটবল খেলায় খেলোয়ারদের মাঝে পুরস্কার বিতরণ শেষে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “সুস্থ বিনোদনের অন্যতম মাধ্যম খেলাধুলা। আমরা সুস্থ বিনোদন চর্চার মাধ্যমে সমাজ থেকে মাদককে সম্পূর্ণ নির্মূল করবো”। তিনি ফুটবল টুর্নামেন্টের সকল আয়োজককে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে আরও অনেক খেলাধুলা এবং সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে যুব সমাজকে সম্পৃক্ত করে মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।

Images
Attachments
Publish Date
01/12/2024
Archieve Date
01/12/2025