অদ্য ২৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ রোজ মঙ্গলবার পিরোজপুর জেলায় যথাযোগ্য মর্যাদায় 'জাতীয় স্থানীয় সরকার দিবস' ২০২৫ উদযাপিত হয়। এ দিবস উপলক্ষ্যে বেলা ১০:০০ ঘটিকায় সার্কিট হাউজ প্রাঙ্গন হতে একটি বর্ণাঢ্য র্যালি বের হয় এবং বেলা ১০:৩০ ঘটিকায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলার মান্যবর জেলা প্রশাসক জনাব আশরাফুল আলম খান। অনুষ্ঠানে স্থানীয় সরকারের সংস্থাগুলোকে জনবান্ধব সেবামুখী করে গড়ে তোলাসহ জনগণকে সুপেয় পানি প্রদানের ব্যবস্থা গ্রহণ এবং রাস্তাঘাট মেরামত ও খাল নিষ্কাশনের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের বিষয়ে আলোচনা হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS