"এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুর জেলায় উদযাপিত হচ্ছে তারুণ্যের উৎসব ২০২৫। উৎসবের অংশ হিসাবে অদ্য ২৩/০২/২৫ ইং তারিখে জেলা প্রশাসন, পিরোজপুর এর উদ্যোগে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী শহিদ ও আহতদের পরিবারের কর্মসংস্থানের লক্ষ্যে সহায়তা প্রদান অনুষ্ঠান আয়োজিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্যবর বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব), বরিশাল জনাব মো: রায়হান কাওছার মহোদয়। আরো উপস্থিত ছিলেন শহিদ ও আহত পরিবারের সদস্যবৃন্দ, ছাত্রপ্রতিনিধি এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে নতুন বাংলাদেশ বিনির্মাণে ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে উদ্বুদ্ধ করেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক, পিরোজপুর। অনুষ্ঠানে তিনি এই জেলার শহিদ ও আহতদের আত্মত্যাগকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং শহিদ ও আহত পরিবারের সবাইকে সার্বিক সহায়তা করার আশ্বাস প্রদান করেন।অনুষ্ঠান শেষে শহিদ ও আহত পরিবারের কর্মসংস্থানের লক্ষ্যে দোকান ঘরের প্রতিকী চাবি হস্তান্তর ও নগদ অর্থ প্রদান করেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS