টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন
Television Journalist Association
পিরোজপুর
স্থাপতি: ২০১৪ ইং
টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন, পিরোজপুর জেলার একটি অন্যতম গুরুত্বপূর্ণ সংগঠন। ২০১৪ সালের ১৭ অক্টোবর শুক্রবার সকাল ১০ টায় পিরোজপুর শহরের ফাতেমা শিশু নিকেতন মিলনায়তনে অনুষ্ঠিত পিরোজপুরে কর্মরত টেলিভিশন সাংবাদিকদের এক সাধারন সভায় এ এসোসিয়েশন গঠিত হয়। জেলার ১৮ জন টেলিভিশন সংবাদ কর্মী নিয়ে এ এসোসিয়েশনটি তাদের যাত্রা শুরু করেন।
উদ্দেশ্যঃ
(ক) পিরোজপুর জেলায় কর্মরত টেলিভিশন সাংবাদিকদের পেশাগত মানউন্নয়ন এবং সামাজিক ও সাংস্কৃতিক মান উন্নয়ন।
(খ) সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে বিভিন্ন সময় প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহন।
(গ) সুন্দর সমাজ বিনির্মানে সৎ ও বস্ত্তনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে যে কোন প্রতিবন্ধকতা নিরসেনে সক্রিয় ও বলিষ্ঠ ভূমিকা পালন করা।
(ঘ) সমাজ সংস্কারে প্রচারনা চালানো।
যে সকল টেলিভিশন কেন্দ্রের সংবাদ কর্মীরা এ সংগঠনের অন্তর্ভুক্ত তাদের নাম :
বাংলাদেশ টেলিভিশন , চ্যানেল আই , দেশ টেলিভিশন , মাই টিভি , এন টিভি , একুশে টিভি , এটিএন বাংলা/নিউজ , আর টিভি , ইনডিপেন্ডেন্ট টেলিভিশন , দিগন্ত টেলিভিশন , বাংলা ভিশন , মোহনা টেলিভিশন , সময় টেলিভিশন, জিটিভি , এশিয়ান টেলিভিশন , এসএ টিভি , একাত্তর টেলিভিশন , বৈশাখী টেলিভিশন ।
প্রথম কার্যকরি পরিষদের তালিকা
ক্র: নং | পদের নাম | নাম | সংবাদ মাধ্যম | মোবাইল ও মেইল নম্বর |
০১ | সভাপতি | রশিদ আল মুনান | এন টিভি | ০১৮১২-৯০০৩০০
|
০২ | সহ-সভাপতি | মো: শফিকুল ইসলাম মিলন | এটিএন নিউজ/বাংলা | ০১৭১১-৩৮১৯৪৩
|
০৩ | সাধারন সম্পাদক | শিরিনা আফরোজ | একুশে টেলিভিশন | ০১৭১২-৮৪৫৫৩২
|
০৪ | সহ- সাধারন সম্পাদক | মিজানুর রহমান | জিটিভি | ০১৯১৬-৭০৬২৬০
|
০৫ | কোষাধ্যক্ষ | জিয়াউল হক | সময় টেলিভিশন | ০১৭১৪-৭২৯৫৪৫
|
০৬ | দপ্তর, পরিসম্পদ, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক | অভিজিৎ মন্ডল | একাত্তর টেলিভিশন | ০১৮৩০-৬৪৪৬২২
|
০৭ | সদস্য | নুরে আলম সিদ্দিকী শাহিন | ইনডিপেন্ডেন্ট টেলিভিশন | ০১৭৫৫-৫৩৭৩৩৯
|
০৮ | সদস্য | শেখ রিয়াজ আহমেদ নাহিদ | আর টিভি | ০১৭১১-৩৪১৩৯৯
|
০৯ | সদস্য | কবির হোসাইন | এশিয়ান টেলিভিশন | ০১৭২০-৩৫৩২৮৫
|
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS