'দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি'এই প্রতিপাদ্যকে সামনে রেখে অদ্য ১০ মার্চ ২০২৫ ইং তারিখে জেলা প্রশাসন, পিরোজপুর এর উদ্যোগে 'জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৫’ উপলক্ষ্যে অগ্নিনির্বাপক মহড়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেহেতু দুর্যোগ প্রস্তুতি একটি চলমান প্রক্রিয়া তাই আলোচনা সভায় সকলকেই দুর্যোগপূর্ব, দুর্যোগকালীন, দুর্যোগ পরবর্তীতে কী করণীয় সে বিষয়ে প্রস্তুতি রাখার আহবান জানানো হয়। একই সাথে রেডক্রিসেন্টকে প্রতিটি স্কুলে একটি করে দুর্যোগ প্রতিরোধ ইউনিট গঠনের নির্দেশনা প্রদান করা হয়। এছাড়াও, অগ্নি নিরাপত্ত নিশ্চিত করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে বিভিন্ন বাজার, শপিংমল, ও স্কুলে অগ্নিনির্বাপক মহড়া করার নির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি, বিভিন্ন স্কুল, সরকারী, বেসরকারি প্রতিষ্ঠানে ফায়ার এক্সটিংগুইসার যেন থাকে সেই বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস