জেলার সীমানাঃ পিরোজপুরের উত্তরে বরিশাল ও গোপালগঞ্জ জেলা, দক্ষিণে বরগুনা জেলা, পূর্বে ঝালকাঠী ও বরগুনা জেলা এবং পশ্চিমে বাগেরহাট জেলা ও সুন্দরবন অবস্থিত। পশ্চিমে বলেশ্বর নদী পিরোজপুরকে বাগেরহাটের সাথে বিভাজিত করেছে।
অবস্থানঃ পিরোজপুর জেলা বিষুব রেখার ২২.৩০’ থেকে ২২.৫২ উত্তর আক্ষাংশে এবং ৮৯.৫২ থেকে ৯০.১৩ দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত। পিরোজপুর জেলা মূলত সমতল ভূমি এবং মূল ভূখন্ড সমুদ্র সমতল থেকে ক্ষেত্র বিশেষে ১০ফুট থেকে ১৯ ফুট উঁচুতে অবস্থিত।
জলবায়ুঃ এখানে ডিসেম্বরের শেষে জানুয়ারির মধ্যভাগে সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি থেকে ৯ ডিগ্রি সেলসিয়াস এবং গ্রীষ্মে সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়। বার্ষিক গড় বৃষ্টিপাত ১৯৯০ মিলিমিটার। জলবায়ু মূলত নাতিশীতোষ্ণ।
Pirojpur is a district in South Western Bangladesh. It is a part of Barisal division. It is located besides the Boleswor river at 22 30’ 00” N 89 52’ 00” E & 22 52’-00” N 90 13’00” E and bounded by Gopalgonj, Barisal district on the north, Barguna district on the south., Jhalokati district on the east and Bagerhat on the west. It is declared as a district in 1st March, 1984. It consists of Seven Upazila, three Pourasava and fifty one Unions. This district has may beautiful places and is famous for its natural furits like coconut, Guava, Hog-plum, betel leaf and betel nuts etc. The area of the town is small but everything is built in a planned way and also very clean. There are different buses to smooth the communication with other district as well as inside the district. Water routes also connect this district with the capital city, Khulna, Barisal etc all through the year. There are some prominent rivers exists in the districts these are Boleshhwar, Kocha and Sandha etc.
Most of the land is low laying plane land 10-19 feet above from see level and the soil is fertile. It is a tidal and cyclone affected area as a result habitants of this districts faces this challenge every year. The minimum temperature is 8 to 9 c and maxim temp. is 38 c at summer, Annual average rain fall is 1990 mm. The peoples are very friendly and helpful. Pirojpur is one of the potential district in Bangladesh in all respect.
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস