Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

জেলা প্রশাসকের বার্তা





মোহাম্মদ আশরাফুল আলম খান

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট

জেলা প্রশাসকের কার্যালয়,পিরোজপুর


জেলা প্রশাসকের বার্তা

জেলা প্রশাসন সরকারের সকল কার্যক্রম সমন্বয়ের পাশাপাশি সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করে থাকে। সরকারের পক্ষ থেকে সাধারণ প্রশাসন, আইন শৃঙ্খলা, ভূমি ব্যবস্থার সংকট নিরসন, ভূমি রাজস্ব আদায় প্রভৃতি কাজ সম্পন্ন করে। পিরোজপুর জেলা প্রশাসন সরকারের বহুমুখী উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করে, প্রশাসনিক সংস্কৃতির ঐতিহ্য বজায় রেখে অর্পিত দায়িত্বসমূহ সুচারুভাবে পালন করে চলেছে। পিরোজপুর একটি দুর্যোগপ্রবণ জেলা হওয়া সত্ত্বেও জেলা প্রশাসন এতদঞ্চলে জনগণের জীবন যাত্রার মান উন্নত করে এ অঞ্চলের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছে। পিরোজপুর জেলা প্রাকৃতিক সৌন্দর্য, সাংস্কৃতিক বৈচিত্র্যে বৈচিত্র্যময়তার জন্য বিশেষ বৈশিষ্ট্যে বৈশিষ্ট্যমণ্ডিত। যোগাযোগ ব্যবস্থার উন্নতি, নদী পথে ভ্রমণ, মাঝেরচর পর্যটন স্পট, শিশির রায় চৌধুরীর পুরাতন জমিদারবাড়ি, নাজিরপুরের ভাসমান সবজি বাগান, দেশের একমাত্র কাঠের তৈরি মমীন মসজিদ (১৯১৩ সাল থেকে বর্তমান), এ উপমহাদেশের বৃহত্তম শিব মন্দির, কাউখালীর শীতল পাটি, নেছারাবাদের পেয়ারা বাগান, বলেশ্বর ব্রিজ, স্বরুপকাঠীর নারকেলের ছোবড়ায় তৈরি পাপোশসহ প্রভৃতি দেশ-বিদেশের ভ্রমণ প্রিয় ও সৌন্দর্য পিপাসু মানুষকে আকৃষ্ট করেছে প্রকৃতির অপরূপ সৌন্দর্যের আধাঁর এ পিরোজপুর জেলাকে সমগ্র বিশ্বের কাছে পরিচিত করে তোলার জন্য জেলা প্রশাসন, পিরোজপুর নিরলস কাজ করে যাচ্ছে।

ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহিদ পরিবার এবং আহতদের পুনর্বাসনের উদ্যোগ গ্রহণ, জেলার কৃষি উৎপাদন বৃদ্ধি, অনাবাদি পতিত জমিগুলোকে আবাদের আওতায় আনয়ন, দারিদ্র্য বিমোচন, নতুন কর্মসংস্থান সৃষ্টি, পরিবেশ সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ, নারীর ক্ষমতায়ন, নারীর প্রতি সকল প্রকার বৈষম্য দূরীকরণ এবং সকল প্রকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের ব্যাপারে জেলা প্রশাসন বদ্ধ পরিকর। এছাড়া, জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানসমূহে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণ, সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, পর্যটন খাতের সম্প্রসারণ, শিশু কিশোরদের পরিপূর্ণ দৈহিক ও মানসিক বিকাশের লক্ষ্যে খেলার মাঠ স্থাপন, সকল প্রকার মাদক ও সন্ত্রাস নির্মূলে জেলা প্রশাসন, পিরোজপুর একাগ্রচিত্তে যাবতীয় কার্যক্রম অব্যাহত রাখবে।

পরিশেষে স্বচ্ছতা, জবাবদিহিতা ও দ্রুততার সাথে প্রয়োজনীয় সকল সেবা প্রদানের প্রত্যয়ে আমাদের এ প্রয়াস সকলের সহযোগিতায় সার্থক ও সফল হবে -এটাই আমাদের বিশ্বাস এবং প্রত্যাশা।