বাংলাদেশের দক্ষিণাঞ্চল এবং পিরোজপুর একসময় অসংখ্য নদী বাহিত জনপদের অংশ ছিল । পরোক্ষ বা প্রত্যক্ষভাবে এ সমস্ত নদীর পানির উৎস হয় পদ্মা না হয় মেঘনা । এই নদীটি পিরোজপুরের অন্যতম প্রধান নদী । এই নদী পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাটিভাংগা থেকে শুরু হয়েছে । নদীটি তুষখালীর কাছে কচানদীর সংগে মিলিত হয়ে মঠবাড়িয়া উপজেলার খেতাচিড়াকে পূর্বে রেখে বঙ্গোপসাগরে পড়েছে । বলেশ্বর নদী তীরবর্তী উল্লেখযোগ্য শহর জনপদ হচ্ছে পিরোজপুর, মাটিভাংগা , জিয়ানগর (ইন্দুরকানি ) মটবাড়িয়ার বড়মাছুয়া রকেট স্টিমার স্টেশন এবং বাগেরহাট জেলার কচুযা ও শরণখোলা । বলেশ্বরে একসময স্টিমার চলাচল করতো । এখনও এ নদী অন্যতম নৌপথ হিসেবে ব্যবহ্রত হচ্ছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস