অদ্য ০৬ মার্চ ২০২৫ ইং তারিখে জেলা প্রশাসন ও ইসলামি ফাউন্ডেশন, পিরোজপুর এর উদ্যোগে ‘জেলা পর্যায়ে সরকারিভাবে যাকাতের অর্থ সংগ্রহ ও বৃদ্ধির লক্ষ্যে যাকাতের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক’ সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক, পিরোজপুর। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পিরোজপুর জেলার বিভিন্ন উপজেলার আলেম ওলামাগণসহ বিভিন্ন ইসলামিক চিন্তাবিদবৃন্দ। সেমিনারে জেলা প্রশাসক, পিরোজপুর- শরিয়তের বিধি মোতাবেক জেলা পর্যায়ে সরকারিভাবে যাকাতের অর্থ সংগ্রহ ও বৃদ্ধির লক্ষ্যে যথাযথ কার্যক্রম গ্রহণ এবং দুঃস্থ ও অসহায় মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বীকরণ ও পুনর্বাসনে যাকাতের গুরুত্ব সম্পর্কে তুলে ধরেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস