"ভূমি অফিস হবে দুর্নীতিমুক্ত জনবান্ধব" - অদ্য ২২/০৯/২৪ খ্রি: জেলা প্রশাসকের কার্যালয়, পিরোজপুর এর সভাকক্ষে আয়োজিত মাসিক রাজস্ব সভায় পিরোজপুর জেলার সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশরাফুল আলম খান জেলার সকল ভূমি অফিসগুলোকে জনবান্ধব হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন। জেলা প্রশাসক দুর্নীতির বিরুদ্ধে তাঁর অবস্থান জিরো টলারেন্স বলে ঘোষণা দেন। এ সময় তিনি ভূমি অফিসে সেবাপ্রার্থী জনগণের যেন কোনরকম হয়রানির শিকার হতে না হয় সে বিষয়ে কঠোর নির্দেশনা প্রদান করেন। উক্ত সভায় জেলা প্রশাসক অবৈধ স্থাপনা উচ্ছেদ, অনাবাদী জমি আবাদকরণ, জরিপের সময় ব্যাপক প্রচারণা চালানোর জন্য সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানান। বিশেষ করে নামজারি নিয়ে মানুষের যাতে কোন রকম ভোগান্তির শিকার হতে না হয়, সে বিষয়ে সকল সহকারী কমিশনার (ভূমি) গণকে নির্দেশনা প্রদান করেন। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), জেলার সকল উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি), ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, কানুনগো, সার্ভেয়ারগণ উপস্থিত ছিলেন
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস