আজ ২৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখে পিরোজপুর জেলার জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আশরাফুল আলম খান পিরোজপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন করেন। পরিদর্শনকালে পিরোজপুর সদর উপজেলায় কর্মরত সকল বিভাগীয় কর্মকর্তাগণের সাথে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। জেলা প্রশাসক তার বক্তৃতায় রাস্তাঘাট ও অফিস চত্বর পরিষ্কারকরণ, সকল সরকারি দপ্তরের কর্মপরিবেশের উন্নতি এবং সৌন্দর্যবর্ধনের মাধ্যমে পিরোজপুর শহরকে একটি পরিচ্ছন্ন ও আদর্শ শহর হিসেবে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস