"এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুর জেলায় উদযাপিত হচ্ছে তারুণ্যের উৎসব ২০২৫। এরই ধারাবাহিকতায় অদ্য ২১ জানুয়ারি, ২০২৫ তারিখ আয়োজন করা হয় তরুণ ও উদ্যোক্তাদের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালি। র্যালিটি পিরোজপুর জেলা স্টেডিয়াম হতে শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে সমাপ্ত হয়। পরবর্তীতে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে "তারুণ্যের ভাবনায় আগামীকাল বাংলাদেশ" শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। এ সময় তরুণরা এক নতুন বাংলাদেশ গড়তে তাদের স্বপ্নের কথা জানান। কর্মশালায় উপস্থিত সকলে স্বতঃস্ফূর্তভাবে তাদের নানাবিধ ধারণাগুলো তুলে ধরেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস