Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা এবং পলিথিন ব্যবহার রোধ বিষয়ক মতবিনিময় সভা
বিস্তারিত

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুর জেলায় উদযাপিত হচ্ছে তারুণ্যের উৎসব ২০২৫। এরই ধারাবাহিকতায় অদ্য ০৪/০২/২৫ ইং তারিখে জেলা প্রশাসন, পিরোজপুরের উদ্যোগে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা এবং পলিথিন ব্যবহার রোধ বিষয়ক মতবিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত সভায়  উপস্থিত ছিলেন অত্র জেলার  বিজ্ঞ জেলা প্রশাসক মহোদয়, খুচরা ও পাইকারি ব্যবসায়ীবৃন্দ এবং অন্যান্য অংশীজনবৃন্দ। সবার মতামতের ভিত্তিতে পাইকারি ও খুচরা বাজারে দ্রব্যমূল্যের ভারসাম্য রক্ষার্থে নিয়মিত বাজার  মনিটরিং, পণ্যের মূল্য তালিকা লিখে দোকানে প্রদর্শন,জেলার সকল পাইকারি বিক্রেতার তালিকা প্রণয়ন, বিভিন্ন পণ্য সরবরাহকারী প্রতিনিধি এবং পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের নিয়ে একটি সভা আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত হয়। এছাড়াও পলিথিন ব্যবহার রোধে বাজার সংশ্লিষ্ট সবাইকে নিয়ে পিরোজপুর বাজারে একটি সভা আয়োজন করে সবার মধ্যে সচেতনতা সৃষ্টির উদ্যোগ গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়। ব্যবসায়ীরা কেউ যেন অযৌক্তিক মুনাফা লাভের উদ্দেশ্যে বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধি করতে না পারে সে বিষয়ে নির্দেশনা প্রদানের পাশাপাশি বিক্রেতাগণ যেন ভোক্তাদের সাথে শোভন আচরণ করে এবং তাদের চাহিদা অনুযায়ী পণ্য বিক্রি করে সে বিষয়ে আলোচনা হয়। সর্বোপরি, আসন্ন রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সকলের সহযোগিতা কামনা করা হয়।

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
10/02/2025
আর্কাইভ তারিখ
25/02/2026