“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুর জেলায় উদযাপিত হচ্ছে তারুণ্যের উৎসব ২০২৫। এরই ধারাবাহিকতায় অদ্য ০৪/০২/২৫ ইং তারিখে জেলা প্রশাসন, পিরোজপুর ও বন বিভাগের উদ্যোগে প্রাকৃতিক জীব বৈচিত্র্য বিলুপ্তি রোধে সচেতনতামূলক সমাবেশের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের বৃক্ষরোপণের মাধ্যমে প্রাকৃতিক জীব বৈচিত্র্য রক্ষায় শিশুকাল থেকেই সচেষ্ট থাকার জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হয়। এছাড়াও ছাত্রছাত্রীদের অনুপ্রাণিত করতে তাদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। সর্বোপরি, জীব বৈচিত্র্য রক্ষায় সবাইকে এক হয়ে কাজ করার আহবান জানানো হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস