শিরোনাম
পিরোজপুর জেলার গোপালকৃষ্ণ ক্লাব টাউল হল মাঠে ২৬ ও ২৭ নভেম্বর ২০২৪ খ্রিঃ দু’দিনব্যাপী তথ্য মেলা- ২০২৪ আয়োজন
বিস্তারিত
জেলা প্রশাসন, পিরোজপুর - এর সার্বিক সহযোগিতায় ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) - সনাক এর পৃষ্ঠপোষকতায় “তথ্যের অধিকার, সুশাসনের হাতিয়ার, তথ্যই শক্তি, দুর্নীতি থেকে মুক্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুর জেলার গোপালকৃষ্ণ ক্লাব টাউল হল
মাঠে ২৬ ও ২৭ নভেম্বর ২০২৪ খ্রিঃ দু’দিনব্যাপী তথ্য মেলা- ২০২৪ আয়োজন করা হয়েছে। তথ্য মেলায় বিভিন্ন সরকারি দপ্তর নিজ নিজ স্টলের মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরের সেবাসমূহ তুলে ধরেন। তথ্য মেলা আয়োজনের মাধ্যমে তথ্য অধিকার আইন-২০০৯ সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সেবা সম্পর্কে সাধারণ জনগণকে অবহিত করার উদ্যোগ গ্রহণ করা হয়।
আজ ২৬ নভেম্বর ২০২৪ তথ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেছেন পিরোজপুর জেলার সুযোগ্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ আশরাফুল আলম খান । প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার জন্য তথ্যের ভূমিকা অপরিসীম। তথ্যের অবাধ ও সুষ্ঠূ প্রবাহের জন্য এবং জনগণের তথ্য প্রাপ্তি সুনিশ্চিত করার লক্ষ্যে সরকারি-বেসরকারি সকল দপ্তরকে একত্রে কাজ করার আহবান জানান তিনি।