আজ পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক, পিরোজপুর; পুলিশ সুপার, পিরোজপুর; পিরোজপুর জেলায় নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর অধিনায়ক, সকল উপজেলার উপজেলা নির্বাহী অফিসারবৃন্দসহ আইন-শৃঙ্খলা রক্ষা সংশ্লিষ্ট অন্যান্য বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। দুর্গাপূজা-২০২৪ শান্তিপূর্ণভাবে উদযাপনে জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আশরাফুল আলম খান সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। এসময় তিনি মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে টাস্কফোর্সের কার্যক্রম বৃদ্ধি, রাতে পুলিশি টহল জোরদার, স্কুল চলাকালে কোচিং সেন্টারের কার্যক্রম বন্ধকরণসহ আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার বিষয়ে নিজের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস