আজ ২৬ সেপ্টেম্বর, ২০২৪ তারিখ পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয় সভাকক্ষে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৪ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পিরোজপুর জেলার জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আশরাফুল আলম খান। এসময় জেলা প্রশাসক তাঁর বক্তব্যে আইন-শৃঙ্খলা ব্যবস্থা জোরদারকরণ, সেনাবাহিনী, পুলিশ, আনসার, র্যাবের সমন্বিত টহল, সকল পূজামণ্ডপের যথাযথ নিরাপত্তা বিধান, পূজামণ্ডপে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো প্রতিহতকরণ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার মাধ্যমে নির্ঝঞ্ঝাট ও শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা-২০২৪ উদযাপনের আশাবাদ ব্যক্ত করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস