"এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুর জেলায় উদযাপিত হচ্ছে তারুণ্যের উৎসব ২০২৫। এরই ধারাবাহিকতায় অদ্য ০৫ ফেব্রুয়ারী, ২০২৫ ইং তারিখে পিরোজপুর জেলার প্রত্যেক উপজেলা হতে ১ টি দল ও পিরোজপুর পৌরসভার ১ টি দলসহ মোট ০৮ টি দল নিয়ে আয়োজন করা হয় 'ভলিবল টুর্নামেন্ট ২০২৫'। এ আয়োজনের উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক,পিরোজপুর বলেন, খেলাধুলার মাধ্যমে মনো-দৈহিক বিকাশের পাশাপাশি মাদক ও বিভিন্ন অসামাজিক কার্যকলাপ থেকে তরুণ সমাজকে মুক্ত রাখা যায়। তাই সুস্থ বিনোদনের মাধ্যম হিসেবে খেলাধুলায় নিয়মিত অংশগ্রহণের জন্য উপস্থিত সকলকে তিনি উদ্বুদ্ধ করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস