অদ্য ২১ ফেব্রুয়ারি, ২০২৫ শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উপলক্ষ্যে রাত ১২.০১ ঘটিকায় জেলা প্রশাসন, পিরোজপুর -এর উদ্যোগে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ছাত্র প্রতিনিধিবৃন্দ, বিশিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সকল শ্রেণী-পেশার মানুষকে সাথে নিয়ে পিরোজপুর কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। শিশু কিশোর এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের চিত্রাঙ্কন, আবৃত্তি ও রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পিরোজপুর জেলায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ পালিত হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস