"এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুর জেলায় উদযাপিত হচ্ছে তারুণ্যের উৎসব ২০২৫। এরই ধারাবাহিকতায় গত ২৬/০১/২৫ হতে ২৯/০১/২০২৫ তারিখ পর্যন্ত জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস, পিরোজপুর এর যৌথ উদ্যোগে আয়োজন করা হয় ৪ দিনব্যাপী বালক ও বালিকা অনূর্ধ্ব -১৭ জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ জেলা স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে বালক পর্যায়ে যুগ্মচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মঠবাড়ীয়া উপজেলা ও পিরোজপুর পৌরসভা। বালিকা পর্যায়ে চ্যাম্পিয়ন হয় ইন্দুরকানী উপজেলা ও রানার্সআপ হয় ভান্ডারিয়া উপজেলা। এ সময় মাদক ও বিভিন্ন অসামাজিক কার্যকলাপ থেকে তরুণ প্রজন্মকে মুক্ত রাখতে খেলাধুলায় অংশগ্রহণের কোন বিকল্প নেই বলে উপস্থিত অতিথিগণ সবাইকে উদ্বুদ্ধ করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস