‘তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন ও জেলা নির্বাচন অফিস, পিরোজপুর এর আয়োজনে অদ্য ০২ মার্চ ২০২৫ ইং তারিখে পিরোজপুর জেলায় যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয় ‘জাতীয় ভোটার দিবস’। উক্ত দিবস উপলক্ষ্যে সকাল ১০.০০ ঘটিকায় জেলা প্রশাসক, পিরোজপুরের নেতৃত্বে সার্কিট হাউজ হতে একটি বর্ণাঢ্য র্যালি বের হয় এবং র্যালি শেষে সকাল ১০.৩০ ঘটিকায় জেলা প্রশাসক -এর সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, পিরোজপুর। তিনি ভোটার তালিকা সঠিকভাবে হালনাগাদসহ সুষ্ঠু ভোটের পরিবেশ তৈরির মাধ্যমে ভোটাধিকার নিশ্চিত করার বিষয়ে নির্দেশনা করেন। এছাড়াও নতুন ভোটারদের মাঝে এনআইডি কার্ড বিতরণ করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস