সাহিত্য সুন্দরের প্রতীক। মানেুষের চাওয়া-পাওয়ার বহুমাত্রিক ধারণাকে শিল্পীর রং তুলিতে মূর্তমান করে তোলে সাহিত্য। কখনো অনাচার-অবিচার, শোষণের বিরুদ্ধে সোচ্চার হয়ে দাঁড়ায়। আবার কখনো মুক্তির স্বপ্ন দেখায়, জাগায় অনুপ্রেরণা। মানব মনের বিচিত্র অনুভূতিকে কখনো সাহিত্য মজার রং ঢেলে জাগিয়ে তোলে মানুষের ঘুমন্ত চেতনাকে। সে নতুন করে স্বপ্ন দেখতে শেখে। জাগতিক বীভৎস রূপ যখন মানবাত্মাকে গ্রাস করে ঠিক তখনি শান্তির বারতা নিয়ে সাহিত্য মান মনে কড়া নাড়তে থাকে। ‘পিরোজপুর অঙ্কুর সাহিত্য সাময়িকী’ তেমনি একটা নব প্রেরণার নাম। ভিন্নধর্মী একটি মাসিক পত্রিকাটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত যার ডিক্লারশন নং ০২/২০১৭। ২০১৭ সালের ডিসেম্বর মাসে এর প্রথম প্রকাশ ঘটে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস