জেলা প্রশাসন সরকারের সকল কার্যক্রম সমন্বয়ের পাশাপাশি সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মসূচী বাস্তবায়ন করে থাকে। সরকারের পক্ষ থেকে সাধারণ প্রশাসন, আইন শৃঙ্খলা, ভূমি ব্যবস্থা সংকট নিরসন, ভূমি রাজস্ব আদায় প্রভৃতি কাজ সম্পন্ন করে। পিরোজপুর জেলা প্রশাসন, সরকারের বহুমুখী উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করে, প্রশাসনিক সংস্কৃতির ঐতিহ্য বজায় রেখে অর্পিত দায়িত্বসমূহ সুচারুভাবে পালন করে চলেছে। পিরোজপুর একটি দুর্যোগপ্রবন জেলা হওয়া সত্ত্বেও জেলা প্রশাসন এতদ্ঞ্চলে জনগণের জীবন যাত্রার মান উন্নত করে এ অঞ্চলের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছে। পিরোজপুর জেলা প্রাকৃতিক সৌন্দর্য, সাংস্কৃতিক বৈচিত্র্যে বৈচিত্র্যময়তার জন্য বিশেষ বৈশিষ্ট্যে বৈশিষ্ট্যমন্ডিত। যোগাযোগ ব্যবস্থার উন্নতি, নদী পথে ভ্রমণ, মাঝেরচর পর্যটন স্পট, শিশির রায় চৌধুরীর পুরাতন জমিদারবাড়ী, নাজিরপুরের ভাসমান সবজী বাগান, দেশের একমাত্র কাঠের তৈরী মমীন মসজিদ (১৯১৩ থেকে বর্তমান),এ উপমহাদেশের বৃহত্তম শিব মন্দির, কাউখালীর শীতল পাটি, নেছারাবাদের পেয়ারা বাগান, বলেশ্বর ব্রীজ,স্বরুপকাঠীর নারকেলের ছোবড়ায় তৈরী পাপোষ সহ প্রভৃতি দেশ বিদেশের ভ্রমন প্রিয় ও সৌন্দর্য পিপাসু মানুষকে আকৃষ্ট করেছে। প্রকৃতির অপরুপ সৌন্দর্য্যের আধাঁর এ পিরোজপুর জেলাকে সমগ্র বিশ্বের কাছে পরিচিত করে তোলার জন্য এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে জেলা পোর্টাল গঠনের উদ্যোগ একটি মাইল ফলক হিসেবে বিবেচিত হওয়ার দাবি রাখে। এ ওয়েবসাইটটি পিরোজপুরসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলের মানুষের সাথে জেলা প্রশাসনের কার্যক্রম ও সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র সম্পর্কে জানাতে এ ওয়েবসাইটটি সহায়তা করবে। এ ওয়েবসাইটটি সমৃদ্ধ করতে আমরা আমাদের সর্বোচ্চ ও ঐকান্তিক চেষ্টা চালিয়ে যাচ্ছি। তা সত্ত্বেও কিছু ভুলভ্রান্তি হয়েও থাকতে পারে। তাই এর উন্নয়নে আপনার মতামত ও পরামর্শ সাদরে গৃহীত হবে। দেশের উন্নয়নে এবং জনসেবায় যদি এ ওয়েবসাইটটি কিঞ্চিত ভূমিকা রাখে তাহলে আমাদের এ প্রচেষ্টা সার্থক হবে বলে মনে করি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস